বাংলাদেশের খবর

আপডেট : ০১ আগস্ট ২০১৮

জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল

শিক্ষার্থী নিহতের জেরে বিক্ষুব্দ জনতা জাবালে নূর পরিবহনে আগুন ধরিয়ে দেয় সংগৃহীত ছবি


বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জের ধরে মিরপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের দুটি বাসের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিআরটিএর চেয়ারম্যান এ ঘোষণা দেন।

তিনি আরও জানান, জাবালে নূর পরিবহনের যে দুটি বাস দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছে ওই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।দুই বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ঘাতক বাস চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১