বাংলাদেশের খবর

আপডেট : ০২ আগস্ট ২০১৮

জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

ইমারসন এমনানগাওয়ার দল জানু-পিএফ পার্টি জয় পেয়েছে ছবি : ইন্টারনেট


জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ইমারসন এমনানগাওয়ার দল জানু-পিএফ পার্টি জয় পেয়েছে। বুধবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এতে দেখা যায়, ক্ষমতাসীন দল  পার্লামেন্টের ২১০ আসনের মধ্যে ১০৯টি পেয়েছে। আর বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) পেয়েছে মাত্র ৪১টি আসন।

এখনো ৫৮টি আসনের ফল ঘোষণা বাকি আছে। তবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জানু-পিএফকে বিজয়ী বলে ধরা হচ্ছে। তবে সংবিধান সংশোধন বা পরিবর্তনের মতো কোনো সিদ্ধান্ত নিতে হলে দলটিকে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। সেক্ষেত্রে তাদের আরো অন্তত ৩০ আসনে জয় পেতে হবে। জানু-পিএফের মুখপাত্র নিক মানগোয়ানা জানিয়েছেন, দল জয় পাওয়ায় তারা আনন্দিত।

জিম্বাবুয়ের জনগণ নেতৃত্ব দেওয়ার জন্য জানু-পিএফের ওপর আস্থা রেখেছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে আমরা তা পূরণের চেষ্টা করব। এদিকে জিম্বাবুয়ের বিরোধী দল এমডিসি অভিযোগ করেছে জানু-পিএফকে পুনরায় ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করেছে। এটি একটি পাতানো নির্বাচন। ফল ঘোষণা তামাশা ছাড়া আর কিছুই নয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১