বাংলাদেশের খবর

আপডেট : ০২ আগস্ট ২০১৮

নৌপরিবহনমন্ত্রী বললেন

পদত্যাগের দাবি বিএনপির, শিক্ষার্থীদের নয়

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংগৃহীত ছবি


নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শিক্ষার্থীদের নয় দফায় আমার পদত্যাগের কথা নেই। যেটা আছে, সেটা হলো ক্ষমা চাইতে হবে। তাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলা হয়েছে। পদত্যাগের দাবি বিএনপির, বিএনপি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ চায়। বিএনপি আমাদের সবার ও সরকারের পদত্যাগ চায়। কাজেই বিএনপির এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, যাঁরা নিরাপত্তা বোধ করছেন না, তাঁরা গাড়ি বের করছেন না। শ্রমিকেরা যেন বিশৃঙ্খলা না করেন, সে জন্য আহ্বান জানানো হয়েছে।
গত রোববার দুপুরে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শাজাহান খান হাসিমুখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১