বাংলাদেশের খবর

আপডেট : ০৩ আগস্ট ২০১৮

সোনাদিয়া চ্যানেলে জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার

রোহিঙ্গা শিবিরে কর্মরত ইথিওপিয়ার নাগরিক সোলিমান মুলাটা সংগৃহীত ছবি


জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল থেকে রোহিঙ্গা শিবিরে কর্মরত ইথিওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সোনাদিয়া চ্যানেলে পাওয়া লাশটি সোলিমান মুলাটার। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় নির্ণয় করা হয়েছে। তিনি আরো জানান, গত এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআর হিসেবে কর্মরত ছিলেন তিনি। এর আগে সোলিমান মুলাটার নিখোঁজের বিষয়টি জানিয়েছিল ইউএনএইচসিআরের কর্মকর্তা ইফতেখার উদ্দিন। প্রসঙ্গত, গত সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে তার নিখোঁজের বিষয়ে ইউএনএইচসিআরের পক্ষ থেকে কক্সবাজারের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১