বাংলাদেশের খবর

আপডেট : ০৪ আগস্ট ২০১৮

নিরাপদ সড়ক নিশ্চিতে রাষ্ট্রপতির অধ্যাদেশ চাইলেন নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সংরক্ষিত ছবি


নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশ চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, বিএনপি ও জামায়াতের কথা বলে আবারো মূল সমস্যাকে আড়াল করার চেষ্টা হচ্ছে।

নোমান বলেন, সব অর্ডিন্যান্স দিয়ে আইন করা হয়, যা পরে সংসদে আইনে পরিণত করা হয়। এখন সরকার কেবিনেটে শিক্ষার্থীদের ৯ দফা পাস করবে কেন? সরকার যদি একমত হয়, প্রধানমন্ত্রী যদি মনে করেন, এই ৯ দফা মেনে নেবেন, তাহলে এটা তো দুই ঘণ্টার মধ্যে অর্ডিন্যান্স জারি করে আইনে প্রয়োগ করতে পারে। কিন্তু সরকারের সেই সদিচ্ছা আছে বলে মনে করেন না বিএনপির এই ভাইস চেয়ারম্যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১