বাংলাদেশের খবর

আপডেট : ০৪ আগস্ট ২০১৮

সপ্তম দিনের মতো রাস্তায় শিক্ষার্থীরা

সপ্তম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কের রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ছবিটি রাজধানীর টিকাটুলির মোড় থেকে তোলা ছবি : তানভীর আহমেদ ছিদ্দিকী


নিরাপদ সড়কের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে তারা। বিআরটিসির বাস ছাড়া রাস্তায় অন্য কোনো বাস চলতে দেখা যাচ্ছে না। অন্যান্য যানবাহন চলাচলও কম রয়েছে।

শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মতিঝিলের শাপলাচত্বর, আইডিয়াল স্কুল মোড়, শান্তিনগর ও মিরপুরের একাধিক এলাকায় যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে শিক্ষার্থীরা। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে জড়ো হয়। সেখানে অল্প কিছু শিক্ষার্থীকে জড়ো হতে দেখা যায়। একই সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঝিগাতলা মোড়ে এসে জড়ো হয়। মালিবাগে আবুল হোটেলের সামনে অবস্থান নেয় একদল শিক্ষার্থী।

তাছাড়াও মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আজও শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে। সকাল ১০টার পর তারা গোলচত্বরে হারুন মোল্লা ট্রাফিক কন্ট্রোল বক্সের সামনে অবস্থান নেয়। সড়কের চারপাশে শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গাড়ির কাগজপত্র ও গাড়ির লাইসেন্স যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।

এদিকে রাজধানীর সড়ক আজও ফাঁকা রয়েছে। সড়কে তেমন কোনো বাস নেই। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশেনের (বিআরটিসি) কয়েকটি বাস যাও চলছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে দুর্ভোগের মুখে পড়েছে নগরবাসী। সড়কে বাস না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে অফিসগামী মানুষের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১