বাংলাদেশের খবর

আপডেট : ০৪ আগস্ট ২০১৮

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলা

নারায়ণগঞ্জের মানচিত্র ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে একদল যুবক।  এ হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন।  শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিমরাইল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেব- নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র কাউসার আহম্মেদ সিয়াম, একই কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র তার বড় ভাই জোবায়ের আলম লিখন, কবি নজরুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছিল নারায়ণগঞ্জ পলিটেকনিক, পিডব্লিউবি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চান কাউসার আহম্মেদ সিয়াম নামের এক শিক্ষার্থী। এ সময় ওই মোটরসাইকেল আরোহী স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদের ভাগ্নে সাকিল কাগপজত্র ও ড্রাইভিং লাইসেন্স না দেখিয়ে সিয়ামের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

এই ঘটনায় পরে দুটি মাইক্রোবাস ও একটি ট্রাকে করে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ-যুবলীগের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে জানান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১