বাংলাদেশের খবর

আপডেট : ০৫ আগস্ট ২০১৮

পাহাড়ে অবৈধ অর্থের লেনদেন খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক ছবি : ইন্টারনেট


পার্বত্য চট্টগ্রামে মানি লন্ডারিংসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চোরাচালানের অর্থের লেনদেন যাতে ব্যাংকের মাধ্যমে হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। একই সঙ্গে পাহাড়ে অবৈধ অর্থের লেনদেন ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

মানি লন্ডারিং বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার আয়োজনে রাঙামাটিতে গতকাল শনিবার এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম হেড অব জোনাল সালেহ ইকবালের সভাপতিত্বে উন্নয়ন বোর্ডের মাইনি হলে ওই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবির, ইসলামী ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, ডিজিএফআই রাঙামাটি ইউনিটের অধিনায়ক কর্নেল শামসুল আলম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১