বাংলাদেশের খবর

আপডেট : ০৫ আগস্ট ২০১৮

ভোটের পর রাহুল ঠিক করবেন কে হবেন প্রধানমন্ত্রী : কংগ্রেস

রাহুল গান্ধী ছবি : ইন্টারনেট


২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর আসনসংখ্যা দেখে রাহুল গান্ধী ঠিক করবেন কে হবেন প্রধানমন্ত্রী। গত শনিবার কংগ্রেস এ কথা জানায়। এর আগে রাহুলকে উদ্ধৃত করে খবর বেরিয়েছিল, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় বা মায়াবতীকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি কংগ্রেস নেতা। কিন্তু দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানায়, সে সময়  তাদের নেতার উদ্ধৃতিটি বিকৃত করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা।

কংগ্রেস নেতাদের মতে, নরেন্দ্র মোদিকে পরাস্ত করতে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে বিরোধী জোট গঠন করা হচ্ছে। বিরোধী শিবিরের প্রথম লক্ষ্যই হলো, সমমনোভাবাপন্ন দলগুলোকে একজোট করা। রাহুল এখন সেই কাজটিই করছেন। দ্বিতীয় ধাপ হলো ভোটের ফল কী হয়, তা দেখে  প্রধানমন্ত্রী ঠিক করা। এখনই সেই কাজ করতে গেলে জোটের মধ্যে বিভাজন হতে পারে।

বিজেপিবিরোধী অন্য দলগুলোও ভোটের পরেই প্রধানমন্ত্রী পদ নিয়ে ভাবনাচিন্তা করার পক্ষপাতী। দুই দিন আগেই রাহুল, সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ শেষে মমতা বলেন, আমরা সবাই রাজা। তবে কংগ্রেস নেতাদের মতে, নির্বাচনে আসনসংখ্যার দিক থেকে তারাই এগিয়ে থাকবেন। ফলে রাহুলই হবেন প্রধানমন্ত্রিত্বের দাবিদার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১