বাংলাদেশের খবর

আপডেট : ০৬ আগস্ট ২০১৮

শাহ আমানতে ফের ১৬ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংরক্ষিত ছবি


চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ওমান ফেরত এক বিমানযাত্রীর কাছে প্রায় ১৬ কেজি ওজনের ১৩৬টি সোনার বার পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। গতকাল রোববার সকালে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ওই যাত্রীর ব্যাগে এই সোনা পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। মোহাম্মদ জাহেদ (৪০) নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের উপকমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলার এক যাত্রীকে তল্লাশি চালানো হয়। তার ব্যাগে ১৩৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৫ কেজি ৮৬৩ দশমিক ০৮ গ্রাম। বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা। তিনি মাসকাট থেকে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। আটক জাহেদের বাড়ি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকায়। তার বাবার নাম জামাল আহমেদ। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১