বাংলাদেশের খবর

আপডেট : ০৬ আগস্ট ২০১৮

কুকুর লেলিয়ে নির্যাতন

পাওনা টাকা চাইতে গিয়ে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন আবদুর রাজ্জাক নামে এক রিকশাচালক সংগৃহীত ছবি


শহরের জামতলায় এক ব্যক্তিকে কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক। পেশায় রিকশাচালক। পাওনা টাকা চাইতে গিয়ে তিনি এ বর্বর নির্যাতনের শিকার হন। বিষয়টি শুরুতে চাপা থাকলেও শনিবার বিকালে জানাজানি হয়। পরে পুলিশ রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নির্যাতনের শিকার রাজ্জাক জানান, জামতলা এলাকার আবদুর রহিমের বাড়ির প্রহরী মহিউদ্দিন মিয়া তার পূর্ব পরিচিত। সম্প্রতি তার কাছ থেকে ৭ হাজার টাকা ধার নেন মহিউদ্দিন। প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না দেওয়ায় গত শুক্রবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে টাকা দেওয়ার কথা বলে রাত ১০টার দিকে তাকে ওই বাড়ির ছাদে নিয়ে যান মহিউদ্দিন। এ সময় আবদুর রহিমের ছেলে রূপু তাদের পালিত দুটি বিদেশি কুকুর লেলিয়ে দেয় তার ওপর। এ সময় কুকুর দুটি ধারালো নখের আঁচড়ে তার শরীর ক্ষত-বিক্ষত করে। রাতে কোনোমতে তিনি সেখানে থেকে ফিরে আসেন। পরে শনিবার সকালে আশপাশের লোকজন তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বিকালে পুলিশ লোক মারফত বিষয়টি জানতে পারে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের বলেন, শনিবার বিকালে থানার এক এসআইকে পাঠিয়ে ভুক্তভোগী রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১