বাংলাদেশের খবর

আপডেট : ০৬ আগস্ট ২০১৮

দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান খান সংরক্ষিত ছবি


সালমান খানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন যোধপুরের আদালত। গত শনিবার দীর্ঘ শুনানির পর সালমানের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এক আদেশে আদালত বলেন, আদালতের অনুমতি ছাড়া ভারতের বাইরে যেতে পারবেন না সালমান খান। প্রতিবার দেশত্যাগের আগে যোধপুরের আদালতে আবেদন করে অনুমতি নিতে হবে তাকে। কৃষ্ণ হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল সালমানের। সে মামলায় দুই দিন জেল খাটার পর জামিনে আসেন তিনি। জামিন হলেও নিয়মিত মামলার শুনানিতে উপস্থিত থাকতে হয় সালমানকে। শনিবার অনুষ্ঠিত হয়েছে এ মামলার সর্বশেষ শুনানি। তখনই সালমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য রাজস্থানে যান সালমান। রাজস্থানের যোধপুরের কঙ্কিনি গ্রামে দুটি বিরল প্রজাতির কৃষ্ণ হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। সেই মামলায় ২০০৭ সালে যোধপুর কারাগারে কয়েক দিন বন্দি ছিলেন বলিউড ভাইজান। তারপর জামিনে মুক্ত হন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১