বাংলাদেশের খবর

আপডেট : ০৯ আগস্ট ২০১৮

শ্রমিকদের ঈদ বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধের নির্দেশ

১৬ আগস্টের মধে্য শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ দিতে হবে ছবি: সংগৃহীত


তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতে কর্মরত শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১৬ আগস্টের মধে্য পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি’র বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমন তথ্য জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের জুলাই মাসের বেতন অগাস্ট মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে আর ঈদ বোনাস দিতে হবে ১৬ আগস্টের মধ্যে। আর শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ঈদুল ফিতরে এক পোশাক কারখানার মালিক শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছিল। পরে সরকার ওই মালিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা করে।

বিকেএমইএর সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা, বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং শ্রমিকদের পক্ষে রায় রমেশ, সিরাজুল ইসলাম রনি ও লিশা ফেরদৌস বৈঠকে উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১