বাংলাদেশের খবর

আপডেট : ১০ আগস্ট ২০১৮

শাহজালালে ১২ কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক

৫ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংরক্ষিত ছবি


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় আরশাদ আয়াজ আহমেদ নামে ভারতের এক নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে রাজধানীর মিরপুরে ৫ কেজি হেরোইনসহ মো. নিজাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।

শাহজালালে সোনাসহ আটক ভারতীয় যাত্রীর বয়স ৪৬। তার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায়। ঢাকা কাস্টম হাউজের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, রাতে ব্যাংকক থেকে ছেড়ে আসা থাই এয়ারলাইনসের একটি ফ্লাইট (নম্বর টিজি-৩৩৯) থেকে বেরিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের পর আরশাদকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা। তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা সাদা স্কচটেপে মোড়ানো ২২টি সোনার বার উদ্ধার করা হয়। ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের এই  সোনার আনুমানিক মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা। আটক যাত্রীকে থানায় সোপর্দ করার পাশাপাশি শুল্ক ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অথেলো চৌধুরী।

এদিকে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় গত বুধবার রাতে ৫ কেজি হেরোইনসহ মাদক বিক্রেতা মো. নিজামকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম জানায়, ভারত ও পাকিস্তান থেকে হেরোইনের বড় চালান চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় এনে বিভিন্ন স্থানে সরবরাহ করত সে। ঢাকায় তার ক্রেতা কারা আমরা তা জানার চেষ্টা করছি। মাদক ছাড়াও সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১