বাংলাদেশের খবর

আপডেট : ১০ আগস্ট ২০১৮

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ সংরক্ষিত ছবি


খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। নিহতের নাম হাফিজ উল্লাহ খোকন (২৮)। এঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। খাগড়াছড়ি থানার ওসি সাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চালক ও হেলপার পলাতক রয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি সাহাদাত।

নিহতের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায়। পেশায় মাছ ব্যবসায়ী খোকন বাসের ছাদ থেকে পড়ে মারা যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী ওই বাসে ভ্রমণে খাগড়াছড়ি যাচ্ছিলেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন মজুদার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কিরণ-বর্ণিতা’ নামের বাসটি দুর্ঘটনা কবলিত হবার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নিয়েছি। আহত ৯ যাত্রীকে মাটিরাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১