বাংলাদেশের খবর

আপডেট : ১১ আগস্ট ২০১৮

জাবালে নূরের ৬ বাস আটক

রুট পারমিট বাতিল করা সত্ত্বেও গাড়ি চালানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস জব্দ করা হয় সংরক্ষিত ছবি


রুট পারমিট বাতিল করা সত্ত্বেও গাড়ি চালানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার রাজধানীর বিভিন্নস্থান এলাকায় অভিযান চালিয়ে বাসগুলো আটক করা হয়। যাচাই-বাছাই শেষে বাসগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রুট পারমিট বাতিল সত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন র‌্যাব-১ ও র‌্যাব-৪ সদস্যরা। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জাবালে নূর পরিবহনের বাসগুলো বসিলা থেকে আসাদগেট, কলেজগেট, আগারগাঁও, মিরপুর ১০ নম্বর, কালসি হয়ে আবদুল্লাহপুর রুটে চলাচলের রুট পারমিট রয়েছে।

উল্লেখ্য, ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১