বাংলাদেশের খবর

আপডেট : ১৩ আগস্ট ২০১৮

বাংলায় ‘টাইটানিক’

‘টাইটানিক’-এর একটি দৃশ্য ছবি : ইন্টারনেট


হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘টাইটানিক’। এবারের ঈদে বাংলাদেশের একটি স্যাটেলাইট টেলিভিশন প্রচার করবে চলচ্চিত্রটি। বাংলাদেশের দর্শকের কথা মাথায় রেখে এটি বাংলায় ডাবিং করে প্রচার করবে এটিএন বাংলা। ঈদের দিন দুপুর ৩টায় প্রচার হবে ‘টাইটানিক’।

১৯৯৭ সালে মুক্তি পায় বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্রটি। এটির পরিচালক, লেখক ও সহ-প্রযোজক বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। এই চলচ্চিত্রটি তৈরিতে মোট ব্যয় হয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় অর্জন ১১টি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জিতে নেওয়া এবং সর্বকালের সবচেয়ে বেশি উপার্জন করা।

‘টাইটানিক’ ছাড়াও এবারের ঈদে আরো ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড চলচ্চিত্র প্রচার করবে এটিএন বাংলা। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘ব্রেভহার্ট’। এটি পরিচালনা করেছেন মেল গিভসন। ঈদের চতুর্থ দিন সকালে প্রচার হবে লুই ল্যাটেরিয়ার ও কোরি ইউয়েন পরিচালিত ‘দি ট্রান্সপোর্টার’ চলচ্চিত্রটি। ঈদের পঞ্চম দিন ও ষষ্ঠ দিন প্রচার হবে যথাক্রমে লেন উইসম্যানের ‘ডাইহার্ড-ফোর’ ও  ব্রায়ান সিঙ্গারের ‘এক্স-ম্যান : ইউনাইটেড’ চলচ্চিত্রটি। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে চলচ্চিত্রগুলো দেখতে পাবেন দর্শক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১