বাংলাদেশের খবর

আপডেট : ১৪ আগস্ট ২০১৮

‘আলোচনায় বাধ্য হবে সরকার’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সংরক্ষিত ছবি


সরকারকে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, আগামী দিনে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে সরকার আলোচনায় বসতে বাধ্য হয়।

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ। তিনি বলেন, গুঞ্জন আছে বিনাশর্তে সংলাপ হতে পারে, ফোনে সংলাপ হতে পারে, অনানুষ্ঠানিক সংলাপ হতে পারে। আবার শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে কোনো সংলাপই হবে না। তবে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, আর মাত্র ২-৩ মাস সময় আছে। দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসতে বাধ্য হবে। সাবেক মন্ত্রী মওদুদ বলেন, বিএনপি জাতীয় ঐক্য মঞ্চ তৈরির চেষ্টা করছে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সরকারকে বিদায় করা হবে। তা না হলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১