বাংলাদেশের খবর

আপডেট : ১৪ আগস্ট ২০১৮

বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সংগৃহীত ছবি


জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম তাজুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, এলজিআরডি মন্ত্রী কন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোক প্রকাশ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১