বাংলাদেশের খবর

আপডেট : ১৪ আগস্ট ২০১৮

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়


আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। ওই দিন সকাল ৮টায় এ জামাত হবে।  তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নগর ভবনে এক সমন্বয় সভায় এমন তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সভায় মেয়র সাঈদ খোকন বলেন, আগামী ১৯ অগাস্টের মধ্যে জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি শেষ করা হবে।

তিনি জানান, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসার জন্য পৃথক স্থান নির্ধারিত থাকবে।

সাঈদ খোকন বলেন, জাতীয় ঈদগাহে প্রায় এক লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তাদের ওজু ও খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকছে। পাশাপাশি জরুরি চিকিৎসার একটি মেডিকেল টিম ঈদগাহ মাঠে প্রস্তুত থাকবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১