বাংলাদেশের খবর

আপডেট : ১৪ আগস্ট ২০১৮

ইতালিতে মোটরওয়ে ব্রিজ ধসে নিহত প্রায় ২২

ভারী বৃষ্টিপাতের সময় ইতালির জেনোভা শহরের পার্শ্ববর্তী একটি মোটরওয়ে ব্রিজ ধসে পড়ে ছবি : সংগৃহীত


ইতালির জেনোভা শহরের পার্শ্ববর্তী একটি মোটরওয়ে ব্রিজ ধসে কমপক্ষে ২২ জন নিহতের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে ব্রিজটির একটি অংশ ধসে পড়ে।

ঘটনার সময় সেতুটির উপর যানবাহনের লম্বা সারি ছিল বলে স্থানীয় একটি টেলিভিশনকে জানান এক প্রত্যক্ষদর্শী। ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুটি নিচের একটি রেললাইনের উপর ধসে পড়েছে।

ঘটনাস্থলের ছবিতে সেতুর মাঝামাঝি জায়গায় মাটিতে বিপুল ধ্বংসস্তুপ দেখা গেছে। একটি ছবিতে সেতুর একটি অংশে একটি ট্রাক ঝুলে থাকতে দেখা গেছে।

এ মুহূর্তে জরুরি উদ্ধার কাজ চলছে। স্থানীয় এম্বুলেন্সের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ পর্যন্ত ২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা অনেক বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য, ব্রিজটি ১৯৬০ সালে নির্মিত। এটি ‘মোর‌্যান্দি ব্রিজ’ নামে পরিচিত।  শহরটির এই অংশকে ঘন জনবসতিপূর্ণ বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম লা রিপাবলিকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১