বাংলাদেশের খবর

আপডেট : ১৬ আগস্ট ২০১৮

লাইফ সাপোর্টে অটল বিহারি বাজপেয়ী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ছবি : ইন্টারনেট


ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। নয় সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকা ৯৩ বছর বয়সী বাজপেয়ীর স্বাস্থ্য মঙ্গলবার অবনতির দিকে যেতে থাকলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এনডিটিভি জানায়, তার বর্তমান পরিস্থিতি সংকটজনক বলে বুধবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়েছে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস)। কিডনিতে সংক্রমণ, বুক ধড়ফড় ও প্রস্রাবজনিত সমস্যায় ১১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী।

বুধবার সন্ধ্যায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়ার কয়েক ঘণ্টা পর এআইআইএমএস বাজপেয়ীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে ওই বিবৃতি দেয়।

দুই মাসেরও বেশি সময় ধরে এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিন দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বাজপেয়ী। হাসপাতালটিতে ভর্তি হওয়ার পর এ নিয়ে চারবার বাজপেয়ীকে দেখতে গেলেন মোদী। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বিজেপিপ্রধান অমিত শাহ ও বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভানিও বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে অসুস্থ বাজপেয়ীকে দেখে এসেছেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও বৃহস্পতিবার সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে যাবেন। বাজপেয়ীর খোঁজ-খবর নিতে রেলপথমন্ত্রী পিযুষ গয়াল, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি ও বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও হাসপাতালে গিয়েছিলেন।

১৯২৪ সালে জন্ম নেওয়া বাজপেয়ী এআইআইএমএসের পরিচালক ও পালমনোলজিস্ট ড. রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে আছেন। তিন দশকেরও বেশি সময় ধরে গুলেরিয়াই সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছেন। কিডনি, পরিপাক তন্ত্র, শ্বাসনালী ও হৃদরোগ বিভাগের একদল চিকিৎসকও বাজপেয়ীর দেখভাল করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১