বাংলাদেশের খবর

আপডেট : ১৬ আগস্ট ২০১৮

১১ সিটিতে কোরবানির জন্য  নির্ধারিত স্থান ২৯৫৪

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদুল আজহার সময় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনগুলোর কর্মপরিকল্পনা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ছবি: পিআইডি


চলতি বছর দেশের ১১টি সিটি করপোরেশন এলাকায় পশু কোরবানির জন্য দুই হাজার ৯৫৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদুল আজহার সময় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনগুলোর কর্মপরিকল্পনা ও প্রস্তুতি পর্যালোচনা সভায় এমন তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সভায় জানানো হয়, চলতি বছর এগারো সিটি করপোরেশনে ৯৪টি পশুর হাট বসছে। এসব এলাকায় সাত লাখ ৬৭ হাজার ৯৩৭টি পশু কোরবানি হতে পারে। 

আগামী ২২ অগাস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলামানেরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ছাড়াও বিভিন্ন সিটি করপোরেশনগুলো নির্বাহী কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১