বাংলাদেশের খবর

আপডেট : ১৭ আগস্ট ২০১৮

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয় : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক সংরক্ষিত ছবি


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিজেদের অর্থায়নে শেখ হাসিনার পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত দেশকে মর্যাদার আসনে বসিয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। ফলে বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থান বদলে গেছে। তারা মনে করে এই নেত্রী যা বলেন, তা করেন এবং যেটা বলেন সেটা বুঝেই বলেন।

আনিসুল হক বলেন, এ দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয়, সে জন্য আইন হয়েছিল। এমন অনেক লোক আছেন যারা সেদিন রাষ্ট্রপতি নির্বাচনে নমিনেশন পেয়েছিলেন নৌকা মার্কায়। কিন্তু ইনডেমনিটি অর্ডিনেন্স তুলে নেওয়ার দাবি কেউ করেননি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১