বাংলাদেশের খবর

আপডেট : ১৭ আগস্ট ২০১৮

মাশরাফির প্রশংসা তামিমের মুখে

মাশরাফি বিন মুর্তজা সংগৃহীত ছবি


স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ দল মানসিকভাবে ছিল খারাপ অবস্থায়। আত্মবিশ্বাস হারানো ওই দলকে চাঙ্গা করে তোলেন মাশরাফি বিন মুর্তজা। টেস্টের হতাশা পেছনে ফেলে ওয়ানডে সিরিজ লাভে ওয়ানডে অধিনায়কের বড় অবদান ছিল বলেই মনে করছেন ওপেনার তামিম ইকবাল।

টেস্টে ০-২ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশই পরে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় ওয়ানডে সিরিজে। এরপর টি-টোয়েন্টি সিরিজেও সাকিব আল হাসানের নেতৃত্বে দল ২-১ ব্যবধানে হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

গতকাল বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে মাশরাফির প্রশংসা করে তামিম বলেন, ‘টেস্ট সিরিজের পর স্বাভাবিকভাবেই আমরা খুব ডাউন ছিলাম। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মাশরাফি ভাই এলেন। আমার মনে হয়, আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে তার (মাশরাফি) বড় অবদান ছিল। তিনি হয়তো কারো হাত ধরে ব্যাটিং বা বোলিং করে দেননি। কিন্তু দলের আবহ বদলে দিতে অনেক সাহায্য করেছেন। একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মানসিকতা থাকে। ভাবনা পরিষ্কার থাকে না। তিনি যে ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছিলেন, সেটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। ওটা বড় কারণ ছিল জয়ের।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছিলাম প্রথম দুই ম্যাচেই সিরিজটা জয় করে নিতে পারলে আমাদের জন্য ভালো। কারণ গায়ানার উইকেট আমাদের হয়ে কথা বলছিল। বল স্পিন করছিল, মাঠ বড় ছিল। সেন্ট কিটস (শেষ ওয়ানডে) ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বেশি ছিল।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১