বাংলাদেশের খবর

আপডেট : ১৭ আগস্ট ২০১৮

বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিতে দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিতে দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সংগৃহীত ছবি


ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে অংশ নিতে নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাজপেয়ীর হঠাৎ মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। খবর ইউএনবির।

ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, অটল বিহারী বাজপেয়ী আমাদের একজন মহান বন্ধু এবং বাংলাদেশে তিনি খুবই শ্রদ্ধাভাজন ছিলেন।

ভারতের গণমাধ্যমে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা জানায়, আজ শুক্রবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় বাজপেয়ির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার সকালে বাজপেয়ির মরদেহ তার নিজ বাড়িতে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে সেখান থেকে মরদেহ বিজেপি সদরদপ্তরে নেয়া হয়।

দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর বৃহস্পতিবার বিজেপি নেতা বাজপেয়ি মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরেই তার একটি কিডনি অচল ছিল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তার স্মৃতিশক্তিও অনেকটা লোপ পায়।

উল্লেখ্য, ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অটল বিহারী বাজপেয়ি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১