বাংলাদেশের খবর

আপডেট : ১৮ আগস্ট ২০১৮

গ্যাস সিলিন্ডারে ১৯০০ বোতল ফেনসিডিল

গ্যাস সিলিন্ডারে ১৯০০ বোতল ফেনসিডিলসহ আটক ২ সংরক্ষিত ছবি


রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডারে বিশেষভাবে লুকানো অবস্থায় এক হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সিলিন্ডার ভর্তি পিকআপ থেকে এ ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় পিকআপ চালক মিলন মিয়া (৩৫) ও সহকারী জিহাদকে (২৪) আটক করা হয়।

র্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রবিউল ইসলাম গতকাল শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপে ফেনসিডিল বহন করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটের সামনে গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপটি র্যাব সদস্যরা থামার সঙ্কেত দেন। এ সময় পিকআপের চালক মিলন ও সহকারী জিহাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা ফেনসিডিলের কথা অস্বীকার করে। একপর্যায়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্যাসের সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১