বাংলাদেশের খবর

আপডেট : ১৮ আগস্ট ২০১৮

১’শ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা

কেরালায়  ‍ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা ৩২৪

বিগত একশ বছরের ইতিহাসে এবারই বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতি ভারতের কেরালায় ছবি : ইন্টারনেট


ভারতের কেরালায় বিগত একশ বছরের ইতিহাসে এবারই বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা, বৃষ্টি ও ভূমিধসের ফলে গত নয় দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে। ঘরবাড়ি হারিয়েছে অন্তত ২ লাখ মানুষ। ১৫০০ মানুষ এরই মধ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আক্রান্তদের হেলিকপ্টারে করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

কেরালার কাসারগদ ছাড়া আর সব জেলাতেই রেড এলার্ট জারি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক টুইট বার্তার মাধ্যমে জানা গেছে। তাছাড়াও বেশিরভাগ হাসপাতালগুলোতেঅক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। তেল শুন্য হয়ে পড়েছে পাম্পগুলো।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসছে বলে জানিয়েছে সেখানখার আবহাওয়া অফিস।

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারে পুরো এলাকা পর্যবেক্ষণ করেছেন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট থেকে ভয়াবহ বর্ষণ চলছে কেরালায়। এর ফলে শুরু হয়েছে বন্যা ও ভূমিধস। তাছাড়াও বিমান, সড়ক ও রেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও রাজ্যের বেশিরভাগ জায়গায় পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১