বাংলাদেশের খবর

আপডেট : ১৯ আগস্ট ২০১৮

রাসিকের মতবিনিময় সভায় নির্দেশনা

মধ্যরাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) সংলক্ষিত ছবি


রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার কোরবানির পশুর বর্জ্য মধ্যরাতের মধ্যেই অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিবদের মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। নগর ভবন অ্যানেক্স সভাকক্ষে গতকাল শনিবার সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন।

সভায় ঈদুল আজহায় মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাসিকের কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারী সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। মধ্যরাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করে পরদিন যেন পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকে সে জন্য এ কাজে নিয়োজিতদের নিজ নিজ অবস্থানে থেকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। ওয়ার্ড পর্যায়ে সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানি নিশ্চিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের জন্য ওয়ার্ড সচিবদের নির্দেশনা দেওয়া হয়। এ কার্যক্রমকে আরো গতিশীল রাখতে সার্বক্ষণিক মনিটরিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১