বাংলাদেশের খবর

আপডেট : ২০ আগস্ট ২০১৮

সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর

জাতীয় সংসদ সংরক্ষিত ছবি


দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন বসবে আগামী ৯ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। গতকাল রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। নির্বাচনের দুই মাসের ব্যবধানে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা নেই। সে হিসাবে এটিই চলতি দশম সংসদের শেষ অধিবেশন হওয়ার সম্ভাবনা বেশি।

সাধারণত বছরের শুরুর অধিবেশন ও বাজেট অধিবেশন ছাড়া অন্য সব অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে। আগামী ২২তম অধিবেশন কত দিন চলবে তা ৯ সেপ্টেম্বর অধিবেশন শুরুর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১