বাংলাদেশের খবর

আপডেট : ২০ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জে মৃত অবস্থায় ভেসে উঠল ২১ গরু

মানিকগঞ্জে ৩৩ গরুসহ ট্রলারডুবি

জেলার ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ২১ গরু মৃত অবস্থায় ভেসে উঠেছে সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি হয়েছে। এ ঘটনায় ২১টি গরু মৃত অবস্থায় ভেসে উঠেছে। নিখোঁজ আছে আরো ৫টি গরু। অন্যদিকে মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে ৩৩টি গরুবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১টি গরু মৃত অবস্থায় ভেসে উঠেছে। নিখোঁজ আছে আরো ৫টি গরু। গতকাল রোববার সকালে ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গরুগুলো ভেসে ওঠে। একই সময় দুর্ঘটনাকবলিত ট্রলারটিও উদ্ধার হয়েছে।

জানা গেছে, ফরিদপুর থেকে ৩১টি গরু নিয়ে বেপারিরা ফতুল্লার ডিআইটি মাঠে অস্থায়ী পশুহাটে আসছিলেন। গত শনিবার সন্ধ্যা ৭টায় ট্রলারটি ফতুল্লা লঞ্চঘাটের সামনে এলে এমভি ধুলিয়া-১ নামে লঞ্চের ধাকায় ডুবে যায়। এ সময় ৫টি গরু পাড়ে উঠতে পারলেও বাকি ২৬টি নিখোঁজ ছিল। এর মধ্যে ২১টি গরু গতকাল রোববার সকালে ভেসে ওঠে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের সত্যতা নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ : জেলার ঘিওরে ধলেশ্বরী নদীতে গরুবোঝাই একটি ট্রলার গতকাল রোববার সকালে ডুবে গেছে। এতে গরু বেপারি, মালিক ও মাঝিসহ নয়জন সাঁতরে তীরে উঠেছেন। তবে ট্রলারে থাকা ৩৩টি গরুর মধ্যে ৪টি জীবিত ও একটি মৃত উদ্ধার হয়েছে। বাকি গরুসহ ট্রলারটি নদীতে শনাক্ত করা গেলেও উদ্ধার হয়নি। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রলারটি উদ্ধারে চেষ্টা করছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মিজানুর রহমান গতকাল বিকালে জানান, নদীতে তীব্র স্রোত। সে কারণে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করতে দেরি হয়েছে। ট্রলারের মধ্যে বাকি গরুগুলো বাঁধা রয়েছে। ট্রলারসহ সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১