বাংলাদেশের খবর

আপডেট : ২৪ আগস্ট ২০১৮

ফেনীতে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত


ফেনীতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন বলে জানা গেছে। অপর দুইজনকে মারাত্মক আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির বলেন- ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে বাকি তিনজনের মৃত্যু হয়েছে। সামান্য আহতদের ফেনী সদর হাসাপাতালে এবং মারাত্মক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসাপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা সংযোগ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলে শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ৬জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১