বাংলাদেশের খবর

আপডেট : ২৬ আগস্ট ২০১৮

সাঁতারে জাপান শ্রেষ্ঠত্ব

৫২টি পদক নিয়ে সাঁতারের পদক তালিকায় শীর্ষস্থানটি দখল করে নিয়েছে জাপান ছবি : ইন্টারনেট


স্পোর্টস রিপোর্টার, ইন্দোনেশিয়া থেকে

বিশ্ব অলিম্পিকে চীন দারুণ দাপট দেখালেও এশিয়ান গেমসে তাদের পেছনে ফেলে সাঁতারের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জাপান। ১৯টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ সর্বমোট ৫২টি পদক নিয়ে সাঁতারের পদক তালিকায় শীর্ষস্থানটি দখল করে নিয়েছে জাপান।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা চীন অর্জন করেছে ১৯টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের অর্জন ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।

সাঁতারে সর্বমোট ৪১টি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। শুক্রবার এশিয়ান গেমসের শেষ দিনে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক জয় করে জাপান শ্রেষ্ঠত্ব দেখায়।

জাপানের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৮ বছর বয়সী ইকে রিকাকো। নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে শেষ দিনে ২৪.৫৩ সেকেন্ড সময় নিয়ে নতুন গেমস রেকর্ড করে রিকাকো স্বর্ণ জয় করেন। এর মাধ্যমে জাপানিজ এই তরুণী সর্বমোট ৬টি স্বর্ণ ও ২টি রৌপ্যপদক জয় করে সাঁতারের পুলে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। একই সঙ্গে ‘সুপার সুইমার’ তকমাটি নিয়েই রিকাকো দেশে ফিরে যাচ্ছেন। সাঁতারে স্বাগতিক ইন্দোনেশিয়া কোনো পদক জয় করতে পারেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১