বাংলাদেশের খবর

আপডেট : ২৭ আগস্ট ২০১৮

পাসপোর্ট জালিয়াত চক্রের মূল হোতা গ্রেফতার

পাসপোর্ট জালিয়াতির মুল হোতা কাদির মিয়া ওরফে আবদুল কাদির সংরক্ষিত ছবি


পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে বিদেশে লোক পাঠানো চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগ। তার নাম কাদির মিয়া ওরফে আবদুল কাদির। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সিআইডি জানায়, গ্রেফতার আবদুল কাদির কেরানীগঞ্জের কুণ্ডারচর এলাকার আবদুস সামাদের ছেলে। ইতোমধ্যে অপরাধের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। প্রায় ১৮ বছর কুয়েতে বসবাস করার পর ২০০৭ সালে দেশে ফিরে আসেন কাদির মিয়া। এরপর প্রথমে তার পরিচিত বিদেশ ফেরত এবং যারা আর বিদেশে যাবেন না এমন লোকদের পাসপোর্ট প্রলোভন দেখিয়ে সংগ্রহ করতেন। এরপর ওই বিদেশ ফেরত লোকের চেহারার সঙ্গে মিল আছে, এমন একজনকে খুঁজে বের করতেন। তারপর তাদের ভুল বুঝিয়ে সংগৃহীত পাসপোর্টের নাম ঠিকানা ব্যবহার করে বিদেশে পাঠাতেন।

এর বিনিময়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। সিআইডি জানায়, আবদুল ওহাব নামে এক ব্যক্তি এমন প্রতারণার শিকার হয়ে বিমানবন্দর থানায় ২০১৬ সালে একটি মামলা রুজু করেন। মামলাটি সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ তদন্ত করে কাদিরকে গ্রেফতার করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য সিআইডির অভিযান চলছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১