বাংলাদেশের খবর

আপডেট : ২৭ আগস্ট ২০১৮

জামিন পেলেন কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুমা


কোটা সংস্কার আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারকে জামিন দিয়েছে আদালত। তথ্য প্রযু্ক্তি আইনে রমনা মডেল থানার এক মামলায় সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ তার এ জামিন মুঞ্জুর করেন। 

আদালত সূত্র জানায়, রোববার লুৎফুন্নাহার লুমার জামিন আবেদন করা হয়। ওইদিন শুনানি হয়নি। সোমবার আবেদনের শুনানি শেষে তাকে জামিন দেয় আদালত।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত ১৫ আগস্ট সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয় লুমাকে।

এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে রাখা হয় তাকে। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুমার জামিনের মধ্য দিয়ে ওই আন্দোলনে গ্রেফতার সবাই জামিন পেলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১