বাংলাদেশের খবর

আপডেট : ২৮ আগস্ট ২০১৮

কেমন আছেন গিনেস জয়ী আবদুল হালিম

মাগুড়ার গিনেস জয়ী আবদুল হালিম সংগৃহীত ছবি


মাথায় বল নিয়ে টানা ১৫ দশমিক ২ কিলোমিটার হাঁটার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবদুল হালিমের নাম ওঠার খবর বাংলাদেশকে তুলে ধরেছে বিশ্বের দরবারে। ২০১২ সালের ২৮ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে তার ওই কসরতের সাক্ষী ছিলেন হাজার হাজার দর্শক। মাথার ওপর বল নিয়ে হাঁটার কসরত দেখিয়ে গিনেস বুকে নাম তুলতে পারলেও দারিদ্র্যকে জয় করতে পারেননি আবদুল হালিম। মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের এক মুসলিম পরিবারের সন্তান আবদুল হালিম। অভাব অনটনের মধ্যেই তিনি ফুটবলের নানা কৌশল শিখে ফেলেছেন। তার স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। ১৯৯২ সাল থেকে তিনি ফুটবল মাথায় রাখার চেষ্টা করেন। কাজের ফাঁকে চলতে থাকে অনুশীলন। ফুটবল মাথায় নিয়ে হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, গাছে ওঠা একসঙ্গে এগারোটি বল নিয়ে নানা কসরতসহ অর্ধ শতাধিক খেলা আয়ত্ত করেন তিনি। মাথায় বল নিয়ে হাঁটার ক্ষেত্রে মালয়েশিয়ার ই-মিং লুর গড়া রেকর্ড ভাঙতে হয়েছে হালিমকে। ই মিং বল নিয়ে ১১ দশমিক ১২ কিলোমিটার হেঁটে গিনেস বুকে নাম তুলেছিলেন। অভাবী আবদুল হালিমের খোঁজখবর কেউ রাখে না। অনাহারে অর্ধাহারে চলে তার সংসার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১