বাংলাদেশের খবর

আপডেট : ২৮ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ ম্যাপ


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় সাকিব (১১) নামের শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাত ১টায় শিশু সাকিব ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়। নিহত সাকিব পাগলা হাই স্কুল সংলগ্ন এলাকার হামিদের বাড়ির ভাড়াটিয়া মনু মিয়ার ছেলে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ৭টি ইজিবাইক ভাঙচুর করে। ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি আটক করে এলাকার পরিস্থিতি শান্ত করলেও গাড়ির চালককে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী জানায় সোমবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার পাগলা হাই স্কুলের সামনে ইজিবাইকের চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে শিশু সাকিবকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার ৫ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পিএসআই রাসেল শেখ জানান, সোমবার রাত ৮টায় পাগলায় ইজিবাইকের চাপায় শিশু সাকিব গুরুতর আহত হওয়ার পর রাত ১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তবে ঘটনার পর পাগলা উত্তর শাহী মহল্লার সানাউল্লাহর গ্যারেজ থেকে ইজিবাইকটি আটক করে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এলাকার পরিস্থিতি শান্ত করা হয়। তবে গাড়ির চালককে আটক করা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১