বাংলাদেশের খবর

আপডেট : ২৮ আগস্ট ২০১৮

সেপ্টেম্বরে নিলামে উঠছে ৭০ দশকের অ্যাপল-১

৭০ দশকের অ্যাপল-১ সংগৃহীত ছবি


নিলামে উঠতে যাচ্ছে বর্তমান ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান অ্যাপলকে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্তর দশকের কম্পিউটার অ্যাপল-১। আগামী সেপ্টেম্বরেই সম্পূর্ণ কার্যকর এই কম্পিউটারটিকে নিলামে তুলবে বস্টনভিত্তিক প্রতিষ্ঠান আরআর অকশন। এমনটাই জানানো হয়েছে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ম্যাশঅ্যাবলে প্রকাশিত এক প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭৬-৭৭ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক অ্যাপল-১ মডেলের ২০০ কম্পিউটার নকশা তৈরি করেছিলেন, যার মধ্যে এখনো টিকে আছে ৬০টি। আর সেখান থেকেই একটিকে নিলামে তোলা হচ্ছে। নিলামে তোলা এই অ্যাপল-১ কম্পিউটারটির সঙ্গে সত্তর দশকের আসল কিবোর্ডও থাকছে।

এই কম্পিউটারটিকে সম্পূর্ণ কার্যকর অবস্থায় ফিরিয়ে এনেছেন অ্যাপল বিশেষজ্ঞ কোরে কোহেন। পরীক্ষায় প্রায় আট ঘণ্টা কোনো ত্রুটি ছাড়া কাজ করেছে এই কম্পিউটারটি।

জানা যায়, প্রথমবার যখন অ্যাপল-১ বাজারজাত করা হয়, তখন এর দাম ছিল ৬৬৬ মার্কিন ডলার। তবে নিলামে উঠলে এর দাম ৩ লাখ মার্কিন ডলারের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১