বাংলাদেশের খবর

আপডেট : ২৯ আগস্ট ২০১৮

এশিয়া কাপের বাছাই পর্ব শুরু

মালয়েশিয়ায় শুরু হওয়া বাছাই পর্বে অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেপাল, হংকং, ওমান ও সিঙ্গাপুর সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৪তম আসর বসবে। এশিয়া কাপের মূল পর্বে অংশ নেবে ছয়টি দেশ। সরাসরি অংশ নেবে পাঁচটি দেশ— ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। আর একটি বাছাই পর্ব থেকে উঠে আসা দল।

মালয়েশিয়ায় আজ থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। শুরু হওয়া বাছাই পর্বেও অংশ নিচ্ছে ছয়টি দেশ। দেশগুলো হলো মূল পর্বের আয়োজক সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেপাল, হংকং, ওমান ও সিঙ্গাপুর। আগামী ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার কিনারা ওভাল মাঠে ফাইনাল দিয়ে শেষ হবে এ বাছাই পর্ব।

রাউন্ড রবিন লিগ নিয়মে হবে বাছাই পর্ব। ফাইনালে বিজয়ী দল যোগ দেবে এশিয়া কাপের মূল পর্বে।

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। সবশেষ ২০১৬ সালের আসরটি হয়েছিল টি-টোয়েন্টি ফরমেটে। সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ওয়ানডে স্ট্যাটাস থাকায় তাদের মুখোমুখি ম্যাচটি হবে ৫০ ওভারে। এছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে টি-টোয়েন্টিতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১