বাংলাদেশের খবর

আপডেট : ২৯ আগস্ট ২০১৮

ফিক্সিং তদন্তে বিপাকে আইসিসি

রহস্যময় এই চরিত্রেরই কোনো হদিস খুঁজে পায়নি আইসিসি ছবি : ইন্টারনেট


বিশ্ব ক্রিকেটের ফিক্সিং নিয়ে আলজাজিরার করা প্রামাণ্যচিত্রের তদন্তে নেমে বিপাকে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছিল আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির কথিত সদস্য অনিল মুনাওয়ারকে। রহস্যময় এই চরিত্রেরই কোনো হদিস খুঁজে পায়নি আইসিসি। তাই সংস্থাটি তাকে খুঁজে বের করতে আবেদন জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

আইসিসি তদন্তের স্বার্থে প্রামাণ্যচিত্র-সংশ্লিষ্ট সবার পরিচিয় বের করলেও রহস্য হয়ে আছেন কেবল অনিল মুনাওয়ার। বাকিদের সঙ্গে কথা বলা সম্ভব হলেও মুনাওয়ারের কোনো তথ্যই হাতে পায়নি তারা। অথচ আলজাজিরা জানিয়েছে, দ্বিতীয় পর্বের প্রামাণ্যচিত্রে এই রহস্যময় চরিত্রকেই দেখা যাবে কেন্দ্রীয় ভূমিকায়!

তাই এই অনিল মুনাওয়ারকে খুঁজতে আবেদন জানিয়েছেন আকসুর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল, ‘মূল প্রামাণ্যচিত্রে দেখানো সবাইকেই আমরা বের করতে পেরেছি। এমনকি ফিক্সিংয়ের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সঙ্গে কথা হয়েছে। তবে অনিল মুনাওয়ার এখনো রহস্য হয়ে আছেন। ওই অনুষ্ঠানে তাকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। তার পরিচয় ও অবস্থান সম্পর্কে নিরাপত্তা সংস্থা ও ইমিগ্রেশন সোর্সের কাছ থেকে কিছুই জানা যায়নি।’

এই অবস্থায় জনসাধারণ ও ক্রিকেট-সংশ্লিষ্ট সবার কাছে তার পরিচিতি ও অবস্থান জানিয়ে সহযোগিতা করতে আবেদন জানিয়েছে আইসিসি। পুলিশি তদন্তেও এমন আহ্বান করা হয়ে থাকে। সেই পথে হাঁটারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসি আরো জানিয়েছে, পুরো তদন্ত শেষেই বিস্তারিত কিছু জানাতে পারবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১