বাংলাদেশের খবর

আপডেট : ৩০ আগস্ট ২০১৮

তোমার আমার গল্প শেষে

‘তোমার আমার গল্প শেষে’-নাটকের একটি দৃশ্য সংগৃহীত ছবি


বাড়িভাড়া নেওয়ার পর থেকে সুমন বাড়িওয়ালার মেয়ে মাইশাকে পড়াতে শুরু করে। ধীরে ধীরে সুমনের প্রতি দুর্বল হয়ে পড়ে মাইশা। কিন্তু সুমন ভালোবাসে নীতাকে। সুমন প্রথম থেকে মাইশাকে বোঝানোর চেষ্টা করছিল সম্পর্কটা সম্ভব নয়। মাইশা হাল ছাড়ল না। হঠাৎ একটা প্রজেক্টের কাজ পাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে সুমন। নীতা পড়ানো শুরু করল মাইশাকে। ঘটনা তখনই ঘটল। নীতা জেনে গেল সুমনের প্রতি মাইশার দুর্বলতা। শুরু হলো দ্বন্দ্ব। সুমন চার্জ করল মাইশাকে। মাইশা মানসিকভাবে ভেঙে পড়ে। সুইসাইডকে সমাধান ভেবে নেয় মাইশা এবং সেই সিদ্ধান্ত এসএমএসের মাধ্যমে নীতাকে জানিয়ে দেয়। এসএমএস পাওয়ার পর অস্থির হয়ে পড়ে নীতা। কি করবে এখন নীতা? আর সুমনইবা কী করবে?

এমন সঙ্কট নিয়েই তৈরি হয়েছে ‘তোমার আমার গল্প শেষে’ নাটকটি। ইউসুফ আলি খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, উষ্ণ, পীরজাদা হারুন প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১