বাংলাদেশের খবর

আপডেট : ৩০ আগস্ট ২০১৮

ইভিএমে আপত্তি জানিয়ে সভা বর্জন করলেন ইসি কমিশনার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে কমিশনের এ সংক্রান্ত বৈঠক ত্যাগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের চতুর্থ তলার সভাকক্ষে সভা শুরু হয়। সভা শুরুর পরেই মাহবুব তালুকদার বৈঠক বর্জন করে নিজ কক্ষে ফিরে আসেন। পরে তিনি কর্মচারির মাধ্যমে নোট অব ডিসেন্ট পাঠিয়ে দেন।

আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই এই ঘটনা ঘটল। গত রোববার কমিশনের ৩৫তম সভায় আরপিও সংশোধন নিয়ে আলোচনার সূত্রপাত হয়। কিন্তু সেদিন কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করে আজকের জন্য দিন রাখা হয়।

মাহবুব তালুকদারের দপ্তরের একজন কর্মকর্তা জানান, ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন নির্বাচন কমিশনার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১