বাংলাদেশের খবর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮

বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়কের প্রাইভেট কার পুড়ে ছাই

গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় আজ শনিবার সকালে আগুনে পুড়ে যায় একটি প্রাইভেট কার ছবি: সংগৃহীত


গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় আজ শনিবার সকালে আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেট কার।  পুড়ে যাওয়া এ প্রাইভেট কারটি ছিল নেপালের কাঠমান্ডু ত্রিভূবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত আলোকচিত্রী এফএইচ প্রিয়কের।

প্রিয়কের চাচাতো ভাই মো. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, প্রাইভেট কারটি প্রিয়কের খুব প্রিয় ছিল। প্রিয়কের মামাতো ভাই মেহেদী প্রাইভেট কারটির ত্রুটি সারাতে এবং কাগজ নবায়ন করতে আজ সকালে গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে গাড়িটিতে আগুন ধরে যায়।

এ বছরের ১২ মার্চ নেপালে বিমান দুর্ঘটনায় প্রিয়কের সঙ্গেই বিমানের যাত্রী ছিলেন মেহেদী। তিনি ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আগুনে প্রাইভেট কারটি পুড়ে গেলেও মেহেদী অল্পের জন্য অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।

আগুনের কারণ সম্পর্কে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১