বাংলাদেশের খবর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮

তরুণদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : দেবপ্রিয়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংগৃহীত ছবি


সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে গত এক দশকে দু’দফায় তিন কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। এ সংখ্যা দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ। তাই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই তরুণদের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে। তরুণদের বাদ দিয়ে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

এ সময় দেবপ্রিয় আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতীয় পর্যায়ে আমরা যেসব কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি, ভবিষ্যতে তার নেতৃত্ব দেবে যুবসমাজ। তিন কোটি যুব ভোটারদের মনোভাবকে আমাদের বুঝতে হবে, নেতাদের জানতে হবে এবং দেশের কাজে লাগাতে হবে।

গত ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘যুব সম্মেলন-২০১৮, বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০- তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এ উপলক্ষে গতকাল নাগরিক প্ল্যাটফর্ম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের নাগরিক সমাজের উদ্যোগে ২০১৬ সালের জুনে গঠিত হয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘে ঘোষিত টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে অন্য দেশের মতোই কাজ শুরু করেছে বাংলাদেশ। আর এ এসডিজি বাস্তবায়নে তরুণদেরও এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহ্বায়ক শাহীন আনাম, অ্যাকশন এইডের ম্যানেজার নাজমুল আহসান, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মো. আজাদ রহমান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১