বাংলাদেশের খবর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮

ফরিদগঞ্জ গল্লাক বাজারে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবি: বাংলাদেশের খবর


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।আজ রোববার ভোর রাতে চাঁদপুর সিআইপি বেড়ি বাঁধের উপরে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানের মালিকরা হচ্ছেন- মো. সোহাগ পাটওয়ারী, বিল্লাল জামাদার, বাবুল মাল, মজিব শীল, জয়দেব শীল, সেলিম সরদার, কামাল মোল্লা। এসব দোকানের মধ্যে ছিল মুদি দোকান ৩টি, ফার্মেসী ১টি, মৎস্য আড়ৎ ৩টি, চা দোকান ১টি, কনফেকশনারী ৩টি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে ওই বাজারের মিন্টু জমাদারের দোকান থেকে বৈদ্যুৎতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশাপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের টের পেয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুনে নেভানোর চেষ্টা করতে থাকেন। একই সময় চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশনে আগুনের খবর দেন স্থানীয়রা। ২ ঘণ্টা পর ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনীর সদস্যরা।

ভাই ভাই মৎস্য আড়তের সত্বাধিকারী দিপু পাটওয়ারী জানান, আগ্নিকাণ্ডের পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ইউনিটসহ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদেরকে সান্তনা দেন। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করবেন বলে জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১