বাংলাদেশের খবর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮

১০ টাকা কেজি চাল বিক্রি শুরু আজ

৫০ লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু সংগৃহীত ছবি


সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আজ সোমবার থেকে ৫০ লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ তিন দিন বন্ধ থাকায় ১ সেপ্টেম্বর থেকে ১০ টাকা কেজিদরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা  সম্ভব হয়নি। প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ২৮ আগস্ট পর্যন্ত ১৫ দশমিক ৮৪ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চাল ১৩ দশমিক ৩৪ লাখ টন ও গম ২ দশমিক ৫০ লাখ টন। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে প্রায় সাড়ে ৪ লাখ টন চাল প্রয়োজন হবে।

কামরুল ইসলাম বলেন, ইতোমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীর ৫০ লাখ কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।

নীতিমালা অনুযায়ী প্রতিবছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৫ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজিদরে চাল বিক্রি করা হয়ে থাকে। ২০১৬ সাল থেকে পরিবারপ্রতি ৫ জন হিসাবে প্রায় আড়াই কোটি মানুষ বছরের ৫ মাস এই সুবিধা পেয়ে আসছেন। বাসস


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১