বাংলাদেশের খবর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮

গোলহীন রোনালদো

তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি : ইন্টারনেট


ইতালির ফুটবল লিগ সিরি এ’তে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো গোলের দেখা পাননি। তার গোলপ্রাপ্তির অপেক্ষা আরো বাড়ল। তাতে অবশ্য জয় পেতে কষ্ট করতে হচ্ছে না ইতালীয় ক্লাবটির। পার্মাকে ২-১ গোলে হারিয়ে টানা জয়ের পথে রয়েছে তারা। তিন ম্যাচের তিনটি জিতে শীর্ষে আছে জুভেন্টাস। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।

মাত্র ২ মিনিটে জুভেন্টাসের হয়ে গোল করেন মারিও মানজুকিচ। জুভেন্টাসের এই এগিয়ে থাকার তৃপ্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে অভিষেকে মাঠে নামা আইভোরিয়ান ফুটবলার গেরভিনহো সমতায় ফেরান দলকে।

গোল করতে মরিয়া রোনালদো এই ম্যাচেও স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হয়েছেন। বরাবরের মতো সুযোগ মিলেছিল প্রথমার্ধেই। শক্তি দিয়ে হেড করলেও লক্ষ্যে ছিল না সেই শট। চলে যায় বাইরে।

এ নিয়ে মৌসুমে ২৩ বার চেষ্টা করে গোলবিমুখ থাকলেন পর্তুগিজ তারকা! তার বদলে দ্বিতীয়ার্ধে গোল করে জুভেন্টাসের জয়ে ভূমিকা রাখেন ব্লেইজ মাতুইদি। মানজুকিচের ক্রস থেকে জালে বল জড়ান ফরাসি মিডফিল্ডার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১