বাংলাদেশের খবর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮

৯ সেপ্টেম্বর শেষ অধিবেশন

‘নির্বাচনকালে ভাঙছে না সংসদ’

বাংলাদেশ জাতীয় সংসদ সংরক্ষিত ছবি


জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আগামী ৯ সেপ্টেম্বর বর্তমান সংসদের শেষ অধিবেশন বসবে বলেও জানান তিনি। গতকাল সোমবার বিকালে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন।’ নির্বাচনকালীন মন্ত্রিসভা কবে নাগাদ গঠন করা হবে- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। সংবিধান অনুযায়ী এটা উনার দায়িত্ব।’ আরপিও (গণপ্রজাতন্ত্রী আদেশ) সংশোধনীর বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনো আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে, তারপর তা আমার কাছে পাঠাবে।’ নকলনবিসদের (দলিল লেখক) অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধ বিধিমালা-২০১৮-এর আলোকে নকলনবিসদের পারিশ্রমিক  প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১