বাংলাদেশের খবর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮

বিশেষ সাক্ষাৎকার

শিল্প-কলকারখানা ও স্থলবন্দর স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছি

মো. ইকবাল শাহরিয়ার রাসেল, সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নওগাঁ ছবি : সংগৃহীত


প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং দেশি-বিদেশি ভালো উদ্যোক্তা না থাকায় এ জেলায় কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। তবে ধান উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় হওয়ায় এখানে চালকল গড়ে উঠেছে দেড় সহস্রাধিক। এ জেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাসহ বিদেশে বছরে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য রফতানি হয়ে থাকে। আমি ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকে ব্যবসায়ীদের স্বার্থে, নিরাপদে যেন তারা ব্যবসাব্যাণিজ্য করতে পারে, সেজন্য গোটা শহরে সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং তা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্যবসায়ীদের স্বার্থে নওগাঁর সাপাহারে স্থলবন্দর করার জন্য ওই আসনের এমপি সাধন চন্দ্র মজুমদারকে সঙ্গে নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই ব্যাণিজ্য, অর্থ ও নৌ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যেই স্থলবন্দর চালু হবে বলে আশা করছি।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১