বাংলাদেশের খবর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮

হজ ফ্লাইটে ১ কোটি ৬০ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংরক্ষিত ছবি


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী বহনকারী একটি ফ্লাইটে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শুল্ক গোয়েন্দা অধিদফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা হজযাত্রী বহনকারী একটি ফ্লাইট (এসভি-৮০৮) গত সোমবার বিকাল ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে ওই ফ্লাইটে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ ওষুধ শাহজালালে এসেছে। ওষুধগুলো হজযাত্রীদের লাগেজ বেল্ট দিয়ে স্ক্যানিং না করেই গোপনে বের করে নেওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে ৮ নম্বর লাগেজ বেল্টে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় হজযাত্রীরা তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও মালিকবিহীন অবস্থায় একটি ট্রলিতে দুটি লাগেজ পড়ে থাকতে দেখে গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। পরে রাতেই ওই লাগেজ দুটি ব্যাগেজ বেল্ট থেকে এনে সব সংস্থার উপস্থিতিতে খুলে মোট ১৬ ধরনের আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। পণ্যের শুল্ক করসহ জব্দ ওষুধের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। জব্দ ওষুধের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১